নিজস্ব সংবাদদাতা,সুন্দরবন,৪ ঠা মে : সুন্দরবনে কালিন্দী, ডাঁসা নদীর বাঁধে ফাটল। বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে নোনা জল। আতঙ্কে গ্রামবাসীরা।
কেটে গিয়ে দশ দশটি বছর। ২০০৯ এর মে এর আয়লার দুর্যোগের পরেও আজও পাকাপোক্ত হল না সুন্দরবনের নদীবাঁধ। সে জন্য ভুগতে হচ্ছে সুন্দরবনবাসীকে। প্রায় অধিকাংশ বাঁধেরই অবস্থা খুব খারাপ। শনিবার ভোররাতে নদীর প্রায় ১৮ ফুট বাঁধ ভেঙে জল ঢুকেছে সুন্দরবনের হিংগলগঞ্জ ব্লকে। প্লাবিত হল বেশ কয়েকটি গ্রাম।
এদিন ধরমবেরিয়া, ঘুমটি, সাহেবখালি সহ বেশ কিছু এলাকায় নদীবাঁধে ৯-১০ ফুট বড় গর্ত হয়ে এলাকায় জল ঢুকে যায়। খবর পেয়ে সেচ দফতর বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। বাসন্তী সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁধের মধ্যে একটা চোরা গর্ত হয়ে কিছুটা জল ঢুকেছিল। এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। না হলে এই এলাকায় আজ বড় ক্ষতি হতে পারত। স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল বলেন, “ বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। সেচ দফতর দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনও সমস্যা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
সুন্দরবনে কালিন্দী, ডাঁসা নদীর বাঁধে ফাটল
সুন্দরবনে কালিন্দী, ডাঁসা নদীর বাঁধে ফাটল
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram