সুন্দরবনে নদীর বক্ষে পরিবহনের নতুন দিগন্ত

সুন্দরবনে নদীর বক্ষে পরিবহনের নতুন দিগন্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ২ ফেব্রুয়ারি, বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ১নং ও সন্দেশখালি ২নং ব্লকের ন‍্যাজাট, কালিনগর, তুষখালি, ধামাখালি ও সন্দেশখালি এই পাঁচটি গুরুত্বপূর্ণ নদী সংযোগস্থলে জেটি ও জলধারা যাত্রীবাহী ভেসেলের শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন, সেচ, জলপথ, জল সম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী শুভেন্দু অধিকারি।এদিন উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের তথ্য, ক্রীড়ার কর্মাধ‍্যক্ষ ফিরোজ কামাল গাজী শোঃ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

ন‍্যাজাট রাইস মিল মাঠে একটি অনুষ্ঠানের মধ‍্য দিয়ে জলধারা প্রকল্পের ভেসেল ও জেটিঘাটের উদ্বোধন হল। যার জেরে দুই ২৪ পরগণার নদীপথে যাতায়াত অনেকটা ঝুঁকিহীন হল। সাথে সড়ক ও রেলপথের সঙ্গে মানুষের যোগাযোগ আরও সহজ হল। সুন্দরবনের বেতনী, বিদ্যাধরী, কলাগাছি ও রায়মঙ্গল এই নদী গুলো অতিক্রম করে সঙ্গে সুন্দরবনের কয়েকটি দ্বীপ সংযুক্ত হল। যার ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ সুন্দরবনবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top