নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা,২০ জুন:- ফের বাঘে তুলে নিয়ে গেল এক মৎসজীবীকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পীর খালি এক জঙ্গলে। নিখোঁজ মৎসজীবীর নাম মনোহর মন্ডল(৬৫)। এদিন সকালে তিন সঙ্গীর সাথে গোসাবার লাহিড়ী পুর গ্রাম পঞ্চায়েতের জেমস পুর গ্রাম থেকে কাঁকড়া ধরার জন্য তারা রওনা হয়েছিলেন। যখন তারা কাঁকড়া ধরছিলেন, তখন বাঘ এসে হামলা করে মনোহরের উপর। তুলে নিয়ে যায় তাকে।এই খবর এলাকায় আসতেই নেমে এসেছে শোকের ছায়া।
সুন্দরবনে ফের বাঘে তুলে নিয়ে গেল এক মৎসজীবীকে।
সুন্দরবনে ফের বাঘে তুলে নিয়ে গেল এক মৎসজীবীকে।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram