দক্ষিন 24 পরগণা – সুন্দরবনের প্রান্তে ফের নদীবাঁধ ধসের ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেদারচকের শিববাড়ি ফেরিঘাট সংলগ্ন এলাকায় রায়মঙ্গল নদীর প্রায় ৭০ ফুট বাঁধ বসে যাওয়ায় নদীভাঙনের আশঙ্কা প্রবল হয়েছে।
বিগত কয়েক সপ্তাহের লাগাতার নিম্নচাপ এবং টানা বৃষ্টির ফলে নদীবাঁধের মাটি নরম হয়ে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নদীর পাড়ে বসবাসকারী মানুষজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অস্থায়ীভাবে প্লাস্টিক ও বালির বস্তা দিয়ে নদীবাঁধ শক্ত করার কাজ শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহিদুল্লাহ গাজী জানিয়েছেন, “কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা না আসার ফলে নদীবাঁধ সংস্কারে আমরা বেশ সমস্যায় পড়ছি। রাজ্য সরকার নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু এই ধরনের বিপর্যয়ে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”
ইতিপূর্বে এরিগেশন দপ্তর ও প্রশাসনের তরফ থেকে টেম্পোরারি রিপেয়ারিং করা হলেও তা টেকেনি। এলাকার মানুষজন আশঙ্কা করছেন, যদি দ্রুত নদীবাঁধ মেরামতের কাজ না শুরু হয়, তাহলে নদীর জল প্রবেশ করে একাধিক গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল।
স্থানীয় পঞ্চায়েত আপৎকালীন পদক্ষেপ হিসেবে বালির বস্তা দিয়ে জোড়াতালি দিচ্ছে বাঁধে। তবে দীর্ঘমেয়াদি বর্ষণ অব্যাহত থাকলে তা বড়সড় বিপর্যয়ের রূপ নিতে পারে। সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা, বাসস্থান ও কৃষিভিত্তিক অর্থনীতিও এই ঘটনায় গভীর সংকটে পড়তে পারে।
এই পরিস্থিতি দ্রুত মোকাবিলায় স্থায়ী বাঁধ সংস্কার ও কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে প্রয়োজনীয় বরাদ্দ দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
