সুন্দরবনে রায়মঙ্গল নদীবাঁধে ধস, পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন

সুন্দরবনে রায়মঙ্গল নদীবাঁধে ধস, পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর অঞ্চলের যোগেশগঞ্জের রায়মঙ্গল নদীর খিদিরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট বাঁধ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নদীর ধারে বসবাসকারীদের কাছে এমন বিপর্যয় যেন বারোমাসের দুঃস্বপ্ন। বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ জোয়ারের সময় জল ঢুকে পড়লে বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। কাজের অগ্রগতি ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী, হেমনগর কোস্টাল থানার ওসি মনোয়ম হোসেন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল এবং যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা মণ্ডল।

বিডিও দেবদাস গাঙ্গুলী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন এবং মেরামতির কাজের তদারকি করেন। তিনি আশ্বাস দেন, প্রশাসন সর্বদা এলাকার মানুষের পাশে আছে এবং যাদের বাড়িঘর নদীর ধারে অবস্থিত তাদের আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসন থেকে যথাসম্ভব সহযোগিতা করার কথাও জানান তিনি।

বিডিও আরও নির্দেশ দেন, সেচ দফতর যেন দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতির কাজ সম্পন্ন করে। স্থানীয় বাসিন্দাদেরও অনুরোধ করা হয়েছে আতঙ্ক না ছড়িয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top