সুন্দরবন এ ছোট কলাগাছি নদীর কপাট ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

সুন্দরবন এ ছোট কলাগাছি নদীর কপাট ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা , ৬ই জুন :সুন্দরবন এ ছোট কলাগাছি নদীর কপাট ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন
উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ছোট কলাগাছি নদীর সুইসগেট ভেঙে জল ঢুকছে গ্রামে। বসিরহাট মহাকুমার সন্দেশখালি দুই নম্বর ব্লকের বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি গ্রামে ছোট কলাগাছি নদীর সুইস গেটের কপাট ভেঙে জোয়ারের নোনা জল ধুঁকছে। গ্রামে এক দিকে মাছের ভেড়ি অন্যদিকে চাষের জমিতে নোনা জল ঢুকে বিস্তীর্ণ এলাকায় জল ডুকছে। ঝুপখালি বেরমজুর সহ বেশ কয়েকটি গ্রামে নদীর জোয়ারের জল ঢুকছে। বুধবার বিকাল চারটে নাগাদ ছোট কলাগাছি নদীর জলের স্ফিতি বেড়ে যাওয়ায় হঠাৎ এই ঝুপখালি কাছে কপাট ভেঙ্গে যাওয়ার ফলে বিস্তৃত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সেচ দপ্তরকে জানিয়েছেন। ঘটনাস্থলে বিডিওর প্রতিনিধি ও সেচ দফতরের কর্মীরা। গিয়েছেন দ্রুত যাতে কপাট মেরামতি করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে । সামনে বর্ষার কাল কিরণ এর মৌসুমী বায়ু আর কয়েক ঘন্টার মধ্যে রাজ্যে প্রবেশ করবে। এর মধ্যে সুন্দরবন লাগোয়া সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বেশকিছু নদীর সুইসগেট অবস্থা ও জরাজীর্ণ। তার আগাম ব্যবস্থা না নিলে বড়সড় বিপদের মুখে পড়তে হবে সাধারণ গ্রামবাসীদের ।তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করছে সেচ দপ্তর, সূত্রের খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top