সুন্দরবন পরিদর্শন নিয়ে প্রচার চায়নি তৃণমূল । সম্প্রতি তিনি বহু জেলা পরিদর্শন করেছেন। তিনি সুন্দরবনও গিয়েছিলেন। তা নিয়ে মিডিয়া ভাল প্রচার করেছে। কিন্ত প্রচারের ধরন নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। সুন্দরবন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টাকি থেকে তিনি লঞ্চে করে যান একাধিক গ্রামে। বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন।
এরকমই একটা গ্রামে গিয়ে তিনি ভাত খেয়েছিলেন৷ সঙ্গে ছিল আরও কিছু পদ। মুখ্যমন্ত্রীর জনসংযোগের সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্টিকার বানিয়ে পোস্ট করা হয়েছে। নীল রঙের প্রেক্ষাপটে সেই পোস্টের উপরে লেখা, ” ভাঙা চেয়ারে বসে মমতার-মধ্যাহ্নভোজ। রেশনের চালের ভাত, ওল আর ট্যাংরা মাছ-দেহাতিদের সঙ্গে জমিয়ে খেলেন মমতা।”এরই সঙ্গে ডানদিকে জোড়াফুলের প্রতীক দেওয়া রয়েছে।
তার নীচে লেখা ” তৃণমূল, আমার, আপনার, বাংলার।” আর এই স্টিকার সোশ্যালএরই সঙ্গে ডানদিকে জোড়াফুলের প্রতীক দেওয়া রয়েছে। তার নীচে লেখা ” তৃণমূল, আমার, আপনার, বাংলার।” আর এই স্টিকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ” এই স্টিকার তৈরি ও প্রকাশ কোনওটাই তৃণমূল কংগ্রেস করেনি। যে ভাষা ব্যবহার করা হয়েছে তা দল অনুমোদন দেয় না। যে ছবি ও ক্যাপশন দেওয়া হয়েছে তাও দল অনুমোদন করে না।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
আমরা মনে করি এটা আসলে পরিকল্পনা করে নঞর্থক প্রচারের উদ্দেশ্য পরিকল্পনা করে করা হয়েছে।” যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামের বাড়িতে বসে এই খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আর এই পোস্টার বা স্টিকারও প্রকাশিত হয়েছে। দলের তরফে গোটা বিষয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দেওয়া হয়েছে।