কলকাতাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে গঙ্গার দুই পাড়ে শুরু হল কাজ

কলকাতাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে গঙ্গার দুই পাড়ে শুরু হল কাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে গঙ্গার দুই পাড়ে শুরু হল কাজ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান শহর কলকাতা কে আর সুন্দর করে সাজিয়ে তুলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে। সেই লক্ষ্যেই গঙ্গার দুই পাড়ে একদিকে কলকাতা অন্যদিকে হাওড়ার অংশে বিউটিফিকেশন এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

 

আগামী দিনে কলকাতার এবং হাওড়ার স্থিত গঙ্গার দুই পারের ঘাট গুলিকে সুন্দর করে সাজিয়ে তুলে তা সাধারণ মানুষ থেকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বৃটেনের টেমস নদীতে যেমন নানান ধরনের ওয়াটার স্পোর্ট এর ব্যবস্থা রয়েছে তেমনি শহর কলকাতা গঙ্গা কেউ সেই ধরনের ওয়াটার স্পোর্ট শুরু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার রাজ্য পরিবহণ নিয়ম।

 

এদিন ব্রাম্মমান কুড়িটি আসনবিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক মানের লঞ্চ সাগরীর শুভ সূচনা করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন এই শুভসূচনা এ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে উপস্থিত ছিলেন,,, রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র, ডাবলু বি ডি সি এর ম্যানেজিং ডিরেক্টর রাজভীর সিং কাপুর সহ একাধিক আধিকারিক বৃন্দ।

আর ও পড়ুন      শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি

প্রসঙ্গত এই সাগরি শীততাপ নিয়ন্ত্রিত লঞ্চটিতে ভ্রমণের জন্য ব্যক্তি পিছু 190 টাকা এক ঘন্টার জন্য ভাড়া ধার্য করা হয়েছে। যার মধ্যে কম্প্লিমেন্টারি চা বিস্কুট পানীয় জল এর ব্যবস্থা রাখা হয়েছে। পারিবারিক অনুষ্ঠানে বা নিজেদের মতো করে ঘোরার জন্য পুরো লঞ্চটি এক ঘন্টার জন্য ভাড়া নিলে মাত্র 3 হাজার 600 টাকা ঘন্টা হিসেবে দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পাশাপাশি নিজস্ব খাওয়া-দাওয়া এমনকি নিজস্ব ক্যাটারিং এনে এখানে রান্নাবান্না করারও ব্যবস্থা রাখা হয়েছে যে কোন পার্টি বা অনুষ্ঠানের ক্ষেত্রে,,, বলে রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top