সুপারি বোঝাই লরির সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক। সুপারি বোঝাই লরির সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে আটজন। মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ে ৪৮ এ ধূপগুড়ি শহর সংলগ্ন রেলস্টেশন মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি জলপাইগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। বাসটি রেল স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ব্যারিয়ার পার করার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির সুপারি বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। এরপর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। বেসরকারি যাত্রীবাহী বাসের চালক সহ আটজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করেছে।
আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর
উল্লেখ্য, সুপারি বোঝাই লরির সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে আটজন। মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ে ৪৮ এ ধূপগুড়ি শহর সংলগ্ন রেলস্টেশন মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি জলপাইগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। বাসটি রেল স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ব্যারিয়ার পার করার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির সুপারি বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে।
খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। এরপর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। বেসরকারি যাত্রীবাহী বাসের চালক সহ আটজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করেছে।