খেলা – টুর্নামেন্টে দাপটের সঙ্গেই ফাইনালে উঠল ভারত। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতার পরও একগুচ্ছ প্রশ্ন উঠে এল। বিশেষ করে গত দু’টি ম্যাচের মতোই ফিল্ডিংয়ে হতাশা স্পষ্ট। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করলে ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে। এ দিন বোর্ডে ২০০-র বেশি রান থাকায় আত্মতুষ্টি ঢুকে পড়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন থাকছে। সব মিলিয়ে ফাইনালের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য এটি একটি স্পষ্ট বার্তা—উন্নতির জায়গাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ম্যাচ। বুমরা না থাকায় রাস্তা কঠিন হয়ে উঠল ভারতের জন্য।
২০২ রানের পুঁজি নিয়েও ম্যাচ সুপার ওভারে গড়ায়। শেষ পর্যন্ত সুপার ওভারেই জয় নিশ্চিত হয় ভারতের। সুপার ফোরে টানা দু’ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল রোহিত শর্মার দল। অন্যদিকে প্রথম দু’ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা। তাই অনেকেই ভাবেননি এই ম্যাচ এতটা টানটান লড়াই দেবে।
ভারতের ইনিংস শুরু হয় ঝলমলে ব্যাটিংয়ে। অভিষেক শর্মার দুর্দান্ত ফর্ম জারি থাকল। টানা তিন ম্যাচে তিনি হাফসেঞ্চুরি করলেন। পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৭৪, বাংলাদেশের বিরুদ্ধে ৭৫। এ দিনও সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেল তাঁর। মাত্র ৩১ বলে ৬১ রান করে ফিরলেন। সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার জুটি দলকে বড় রানের দিকে নিয়ে যায়। তবে সঞ্জু ফিরতেই আবার রান তোলার গতি কমে যায়। অক্ষর প্যাটেলের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন থেকে যায়। শেষ পর্যন্ত ভারত দাঁড় করায় ২০৩ রানের লক্ষ্য। এ দিন বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরা ও শিবম দুবেকে। দলে সুযোগ পান হর্ষিত ও অর্শদীপ। যদিও হর্ষিত তেমন প্রভাব ফেলতে পারেননি।
বল হাতে শুরুটা করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান তিনি। কিন্তু এরপর শ্রীলঙ্কার ব্যাটিং ঝড় সামলানো কঠিন হয়ে যায়। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা মিলে ভারতের বোলিং আক্রমণকে কোণঠাসা করে দেন। শেষ ওভারে আউট হন নিশাঙ্কা। তাতেই ম্যাচ সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে কার্যত আর লড়াইয়ের জায়গা থাকে না। প্রথম বলেই উইকেট নেন অর্শদীপ সিং। যদিও এর মধ্যেই একবার কনফিউশন তৈরি হয় কট বিহাইন্ড ও রান আউটের সিদ্ধান্ত নিয়ে। দাসুন শানাকার রিভিউর পর আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে হয়। তবে পরের বলেই আরেকটি উইকেট যায় শ্রীলঙ্কার ঝুলিতে। মাত্র ৩ রান তুলতে পারে তারা। ভারতের সামনে সহজ টার্গেট ছিল। সূর্যকুমার যাদব ও শুভমন গিল প্রথম ডেলিভারিতেই তিন রান তুলে জয় নিশ্চিত করেন।
