সুপ্রিম কোর্টের কাছে ধমক খেলো উত্তরপ্রদেশের যোগী প্রশাসন, কেন? জানুন । নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে প্রতিবাদকারীদের থেকে সম্পত্তি নষ্ট করার অভিযোগে পয়সা আদায় করছিলো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এমন অভিযোগ উঠেছিলো। আর সেই অভিযোগ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার রীতিমতো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসনকে হুঁশিয়ারি দিল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো, রাজ্যকে এই প্রক্রিয়া বন্ধ করার শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তা না হলে আদালত নিজেই অবমাননার দায় এনে সব বাতিল করে দেবে। আইন অনুযায়ী পক্রিয়া সম্পন্ন করতে হবে। জেনে নিন, আমরা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত একটা সুযোগ দিচ্ছি,’ বলল আদালত।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে উত্তরপ্রদেশ সরকার নিজেই অভিযোগকারী, ন্যায়নির্ণায়ক এবং শাস্তিদায়ক হিসেবে আচরণ করেছে।
উত্তরপ্রদেশে সিএএ বিরোধী প্রতিবাদে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল। চিহ্নিত অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ তুলছিল জেলা প্রশাসন।
এই প্রক্রিয়া বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরভেজ আরিফ টিটু নামের এক ব্যক্তি। এই মামলার শুনানির পর রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইল আদালত।
আর ও পড়ুন রাত পোহালেই শিলিগুড়িতে ৫০২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে প্রতিবাদকারীদের থেকে সম্পত্তি নষ্ট করার অভিযোগে পয়সা আদায় করছিলো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এমন অভিযোগ উঠেছিলো। আর সেই অভিযোগ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার রীতিমতো হুঁশিয়ারি দিল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো, রাজ্যকে এই প্রক্রিয়া বন্ধ করার শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তা না হলে আদালত নিজেই অবমাননার দায় এনে সব বাতিল করে দেবে। আইন অনুযায়ী পক্রিয়া সম্পন্ন করতে হবে। জেনে নিন, আমরা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত একটা সুযোগ দিচ্ছি,’ বলল আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে উত্তরপ্রদেশ সরকার নিজেই অভিযোগকারী, ন্যায়নির্ণায়ক এবং শাস্তিদায়ক হিসেবে আচরণ করেছে।
উত্তরপ্রদেশে সিএএ বিরোধী প্রতিবাদে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল। চিহ্নিত অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ তুলছিল জেলা প্রশাসন। এই প্রক্রিয়া বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরভেজ আরিফ টিটু নামের এক ব্যক্তি। এই মামলার শুনানির পর রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইল আদালত।