উত্তর 24 পরগণা – নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছে চন্দন মন্ডল।তার বাগদা মামা ভাগিনা এলাকায় বাড়ি । বাড়ির এলাকা সহ দূরদূরান্তে বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মামলায় বাগদার মামা ভাগিনা গ্রাম সহ বাগদা বেশ কিছু এলাকার বহু ব্যক্তির নাম তালিকায় ।সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদা মামা ভাগিনা গ্রামে।
চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস, ভীম মন্ডলদের তারা কেউ নামখানা বা কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন। চাকরি যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মন্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল।অভিযোগ এলাকার প্রায় ১০০ যুবককে চাকরি দিয়েছিল চন্দন মন্ডল। দু লক্ষ থেকে তিন লক্ষ টাকার বিনিময়ে। কেউ জমি বিক্রি করে কেউ বা ব্যাংকের লোন তুলে সেই টাকা দিয়েছিল।এখন তারা কোথায় যাবে প্রশ্ন তুলছে পরিবার গুলি।দোষারোপ করছেন রাজ্য সরকারকে।
