রাজ্য – টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করল রাজভবন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুধবার ঘোষণা করা হয়েছে নতুন উপাচার্যদের নাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দ্যোপাধ্যায়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব খান এবং সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন উদয় চন্দ্রদীপা ঘোষ।
গত সোমবার এই ছয়জন নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। এরপর বুধবার নিজের এক্স (X) হ্যান্ডেলে রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে নিয়োগের ঘোষণা করেন। এই বিশ্ববিদ্যালয়গুলিতে এতদিন অস্থায়ী উপাচার্যরা দায়িত্ব সামলাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে অনুমোদন ঘিরে যে জটিলতা চলছিল, তা অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মিটল।
স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য রাজ্যের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন বাধ্যতামূলক। এই প্রক্রিয়া নিয়েই এতদিন প্রশাসনিক টানাপোড়েন চলছিল। অবশেষে আদালতের নির্দেশে রাজভবন রাজ্যের প্রস্তাবে অনুমোদন দেওয়ায় উচ্চ শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরল। নবনির্বাচিত উপাচার্যদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।




















