সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ লজিক্যাল ডিসক্রিপান্সি ও আনম্যাপড ভোটার তালিকা, রাত বাড়তেই কমিশনের ওয়েবসাইটে আপলোড

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ লজিক্যাল ডিসক্রিপান্সি ও আনম্যাপড ভোটার তালিকা, রাত বাড়তেই কমিশনের ওয়েবসাইটে আপলোড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়সীমার মধ্যেই লজিক্যাল ডিসক্রিপান্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা আপলোড করা হয়। একই সঙ্গে বুথভিত্তিক তালিকা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ERO ও AERO-দের কাছেও।
কমিশন সূত্রে জানা গিয়েছে, আপাতত শুধুমাত্র ERO ও AERO-রাই এই তালিকা দেখতে পাচ্ছেন। রবিবার সকাল থেকে গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙানো হলে সাধারণ ভোটাররাও নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রকাশিত তালিকায় মোট প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের নাম রয়েছে, যাঁদের ক্ষেত্রে হয় তথ্যগত অসংগতি রয়েছে, নয়তো ম্যাপিং সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে।
যদিও প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট ২৪ জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিলেও তা শনিবার রাত পর্যন্ত কেন ঝুলে রইল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, তালিকা প্রকাশের আগে একাধিক দফায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠক করেন আধিকারিকরা। পাশাপাশি দিল্লির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হয়। শেষ পর্যন্ত রাতেই পুরো তালিকা ওয়েবসাইটে আপলোড করা সম্ভব হয় বলে জানিয়েছেন সিইও অফিসের এক কর্তা। তাঁর দাবি, দিল্লি থেকে তালিকা আসার পরই তা ERO ও AERO-দের কাছে পাঠানো হয়েছে। তবে সাধারণ ভোটাররা অনলাইনে কীভাবে নিজেদের নাম দেখবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও দিশা তিনি দিতে পারেননি।
এর আগে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় ছিল ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের নাম এবং আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। সব মিলিয়ে সেই সংখ্যা ছিল প্রায় ১ কোটি ২৬ লক্ষ। কিন্তু শনিবার রাতে প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট নামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫১ লক্ষে। সূত্রের খবর, এর মধ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম রয়েছে তথ্যগত অসংগতির কারণে এবং আনম্যাপড ভোটারের সংখ্যা প্রায় ৩১ থেকে ৩২ লক্ষ। পাশাপাশি শুনানিতে হাজির না হওয়া ভোটারের হার প্রায় ১০ থেকে ১৫ শতাংশ।
এখন কবে এবং কীভাবে সাধারণ ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন বহু মানুষ। আশা করা হচ্ছে, রবিবার সকাল থেকেই গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে পূর্ণাঙ্গ তালিকা টাঙিয়ে দেওয়া হবে, যাতে ভোটাররা সরাসরি গিয়ে নিজেদের নাম মিলিয়ে নিতে পারেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top