বিনোদন – দিল্লি ও এনসিআর এলাকায় আগামী ৮ সপ্তাহের মধ্যে পথকুকুরদের সরিয়ে ডগ শেল্টারে রাখার সুপ্রিম কোর্টের নির্দেশে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বলিউড-টলিউডের বহু তারকার মতোই প্রতিবাদে শামিল হয়েছেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর বাড়িতে রয়েছে তিনটি কুকুর, যার মধ্যে একটি দেশি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মিমি জানান, ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে পথকুকুরদের গভীর সম্পর্ক। মাত্র ৮ বছর বয়স থেকেই স্কুল বাস পর্যন্ত তাঁকে এগিয়ে দিতে যেত এই কুকুরগুলো, আর তাঁর দায়িত্ব ছিল তাদের বিস্কুট খাওয়ানো। তিনি লেখেন, স্কুলও তাঁকে শিখিয়েছে কুকুরেরা মানুষের প্রিয় বন্ধু। কলোনির বাসিন্দারাও তাদের খাওয়াতেন, এমনকি এক প্রতিবেশী নিজের বাড়িকে কুকুর-বিড়ালের শেল্টারে পরিণত করেছিলেন।
মিমি আরও জানান, জলপাইগুড়িতে তাঁর মা নিয়মিত কয়েকটি পথকুকুরকে খাওয়ান, আর বিনিময়ে তারা বাড়ির নিরাপত্তা দেয়। তাঁর দিদি বর্তমানে দিল্লিতে গিয়ে এই রায়ের বিরোধিতা করছেন। মিমির বক্তব্য, কোনও আইনই কুকুর দত্তক নেওয়া আটকাতে পারে না—এই সিদ্ধান্ত আসলে হত্যালীলা। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এখন দেখতে হবে অস্বাস্থ্যকর পরিবেশে কীভাবে ধীরে ধীরে এই কুকুরগুলো মারা পড়ছে।
