সুফল গছ বাউল মেলার উদ্বোধনে মমতা বালা ঠাকুর

সুফল গছ বাউল মেলার উদ্বোধনে মমতা বালা ঠাকুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুফল গছ বাউল মেলার উদ্বোধনে মতুয়া মহা সংঘের সংজ্ঞাধিপতি মমতা বালা ঠাকুর । উত্তরবঙ্গের বিখ্যাত চোপড়া ব্লকের ৩ মাইল সুখচর শ্মশান ঘাটের পাঁচ দিন ব্যাপী বাউল ফকির সাধু ও সংস্কৃতি মেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতা বালা ঠাকুর এবং সংঘের সাধারণ সম্পাদক খগেন্দ্রনাথ বারই ।

 

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌরপতি তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল , ও চোপড়া ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ চোপড়া থানার আই , সি, হেমন্ত শর্মা । বৃহস্পতিবার বাউল মঞ্চে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও প্রদিপ প্রজ্জ্বলন করে বাউল মেলার শুভ সূচনা হয় । মঞ্চে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবনী এবং বাণীর উপরে বক্তব্য রাখতে গিয়ে মমতা বালা ঠাকুর বলেন জাতপাতের ভেদা ভেদ মহিলাদের স্বাধীনতা এবং কুসংস্কার নিয়ে ঠাকুর সমাজকে সচেতন করে প্রকৃত মানুষ হওয়ার পথ দেখিয়েছেন । তিনি ঠাকুরের আদর্শ ও বাণী স্মরণ রেখে চলার পরামর্শ দিয়েছেন ।

আরও পড়ুন – আকাশ পরিষ্কার, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে

এছাড়াও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ডঙ্কা দলের হাতে একটি করে ডঙ্কা তুলে দিয়েছেন । মতুয়া মহা সংঘের সংজ্ঞাধিপতি মমতা বালা ঠাকুর কে দেখার জন্য চোপড়া এলাকার মতুয়া সম্প্রদায়ের প্রচুর ভক্তের সমাগম হয় । অনুষ্ঠানের আহবায়ক সাধু প্রদীপ দাস জানান প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে এখানে বাউল ফকির সাধু ও লোকসংস্কৃতি লালন মেলা করা হয় । শুক্রবার সকাল থেকে শুরু হবে বাউল ও লোক সংস্কৃতি অনুষ্ঠান । উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের বাউল শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বাউল গান শুনতে বহু দুর দূরান্ত থেকে এবং স্থানীয় বাউল প্রেমীরা যোগদান করেন। সুফল গছ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top