বাঁকুড়া – দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও পূজোর মেজাজে সরগরম সর্বজয়ী ক্লাব। এবছর তাদের দুর্গাপূজা পা রাখল ৫০ বছরে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্লাবের বিশেষ থিম— ‘শীষ মহল’। জয়পুরের আমের কোটে রাজা মানসিংহের আমলের বিখ্যাত শীষ মহলের আদলে সাজানো হচ্ছে পূজা মণ্ডপ।
কাঁচ, ফাইবার, বাঁশ, প্লাস্টিক ও কাঠসহ নানা উপাদানে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমা থাকছে একেবারেই সাবেকি রূপে। স্থানীয় ডেকোরেটারের সঙ্গে কাজ করছেন বহিরাগত শিল্পীরাও। রকমারি আলোকসজ্জা যোগ করবে বাড়তি আভা।
ক্লাব সম্পাদক রঞ্জিত মুসাদ্দি জানান, সুবর্ণজয়ন্তী বর্ষে শুধু থিম নয়, সামাজিক কর্মকাণ্ডেও এগিয়ে আসছে ক্লাব। তাঁর আশা, এবছরও সর্বজয়ীর থিম দর্শনার্থীদের মন জয় করবে।
