সুবর্ণরেখা নদীর বেআইনি বালি কারবার রুখতে বড়সড় অভিযান। সুবর্ণরেখা নদীর বেআইনি বালি কারবার রুখতে বড়সড় অভিযান পুলিশ এবং ভূমি দফতরের। মঙ্গলবার সকালে এসডিও গোপীবল্লভপুর কৃষ্ণগোপাল মিনা এর নেতৃত্বে গোপীবল্লভপুর থানার পুলিশ এবং ভূমি দফতর যৌথ ভাবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আঠাঙ্গী বালি ঘাটে অভিযান চালিয়ে আটক করেছে ১১ টি বালি বোঝাই লরি, ২ টি ট্রাকটর এবং ৮ টি বালি তোলার পারেন মেশিন।
জানা গেছে, মঙ্গলবার সকালে এসডিও গোপীবল্লভপুর কৃষ্ণগোপাল মিনা এর নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানে সুবর্ণরেখা নদী থেকে নিজেদের এলাকার বাইরে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে এই গাড়িগুলোকে আটক করে পুলিশ এবং ভূমি দফতর। জানা গেছে, আটক গাড়ি এবং পকলেন মেশিন গুলোকে ১ লক্ষ টাকা করে ফাইন করা হয়েছে। ফাইন দেওয়ার পর গাড়িগুলো ছাড়বে পুলিশ এবং ভূমি দফতর।
আরও পড়ুন – বিশ্বকাপ ফাইনালে দীপিকার ট্রফি উন্মোচনের কারণ
উল্লেখ্য, সুবর্ণরেখা নদীর বেআইনি বালি কারবার রুখতে বড়সড় অভিযান পুলিশ এবং ভূমি দফতরের। মঙ্গলবার সকালে এসডিও গোপীবল্লভপুর কৃষ্ণগোপাল মিনা এর নেতৃত্বে গোপীবল্লভপুর থানার পুলিশ এবং ভূমি দফতর যৌথ ভাবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আঠাঙ্গী বালি ঘাটে অভিযান চালিয়ে আটক করেছে ১১ টি বালি বোঝাই লরি, ২ টি ট্রাকটর এবং ৮ টি বালি তোলার পারেন মেশিন।
জানা গেছে, মঙ্গলবার সকালে এসডিও গোপীবল্লভপুর কৃষ্ণগোপাল মিনা এর নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানে সুবর্ণরেখা নদী থেকে নিজেদের এলাকার বাইরে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে এই গাড়িগুলোকে আটক করে পুলিশ এবং ভূমি দফতর। জানা গেছে, আটক গাড়ি এবং পকলেন মেশিন গুলোকে ১ লক্ষ টাকা করে ফাইন করা হয়েছে। ফাইন দেওয়ার পর গাড়িগুলো ছাড়বে পুলিশ এবং ভূমি দফতর।