সুবর্ণরেখা নদী পেরিয়ে হাঁড়িভাঙ্গার জঙ্গলে প্রবেশ করলো ২০ থেকে ২৫ টি হাতি। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সাত সকালে সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গার জঙ্গলে প্রবেশ করলো ২০ থেকে ২৫ টি হাতির একটি দল। ওই এলাকাটি বোম্বিং এরিয়া। যার ফলে এলাকার মানুষজন হাতির হামলার আশঙ্কার মধ্যে রয়েছেন। হাতির দল মাঠে গিয়ে পাকা ধানের ক্ষতি করতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা। হাঁড়িভাঙ্গা জঙ্গল এলাকায় হাতির দল এসে সোমবার সকাল থেকে তাণ্ডব শুরু করেছে।
গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা, বন দফতরের পক্ষ থেকে ওই দাঁতাল হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার গ্রামবাসীরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। সেই সঙ্গে যে কোন সময় হাতির দল লোকালয়ে ঢুকে তান্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে হাঁড়িভাঙ্গার জঙ্গলে স্থানীয় বাসিন্দাদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সাত সকালে সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গার জঙ্গলে প্রবেশ করলো ২০ থেকে ২৫ টি হাতির একটি দল। ওই এলাকাটি বোম্বিং এরিয়া। যার ফলে এলাকার মানুষজন হাতির হামলার আশঙ্কার মধ্যে রয়েছেন। হাতির দল মাঠে গিয়ে পাকা ধানের ক্ষতি করতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা। হাঁড়িভাঙ্গা জঙ্গল এলাকায় হাতির দল এসে সোমবার সকাল থেকে তাণ্ডব শুরু করেছে।
গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা, বন দফতরের পক্ষ থেকে ওই দাঁতাল হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার গ্রামবাসীরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। সেই সঙ্গে যে কোন সময় হাতির দল লোকালয়ে ঢুকে তান্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে হাঁড়িভাঙ্গার জঙ্গলে স্থানীয় বাসিন্দাদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।