মকর সংক্রান্তির স্নান করার ভিড় পুরুলিয়ার সুবর্ণারেখা কাঁসাই নদীতে

মকর সংক্রান্তির স্নান করার ভিড় পুরুলিয়ার সুবর্ণারেখা কাঁসাই নদীতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সুবর্ণারেখা

মকর সংক্রান্তির স্নান করার ভিড় পুরুলিয়ার সুবর্ণারেখা কাঁসাই নদীতে। মেলা বন্ধের ঘোষণা করেও নিয়ন্ত্রণ করা গেলোনা ভিড়। সকাল থেকেই মকর সংক্রান্তির স্নান করার ভিড় পুরুলিয়ার সুবর্ণারেখা কাঁসাই নদীতে। গতবারের থেকে ভিড় কম হলেও মানা হলনা সামাজিক দুরত্ব বিধি।প্রশাসনের কড়াকড়িতে মকর স্নানের পরেই মাস্ক নিতে বাধ্য হল অনেকেই।

 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য মকর মেলা বন্ধ করার নির্দেশ থাকলেও মকর স্নান করতে ছিলনা কোন বাধা।সুবর্ণরেখা নদীতে কোভিড বিধি মেনে স্নান করার সুযোগকেই কাজে লাগালো বাংলা ঝাড়খণ্ড দুই রাজ্যের পুণ্যার্থীরা।কাক ভোর থেকে দুপুর পর্যন্ত মকর স্নানের হিড়িক পড়লো পুরুলিয়ার ঝাড়খন্ড সিমানার সূর্বণরেখা নদীতে।

 

এই বছর করোনার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখি পুরুলিয়ায়। ঝালদা ১ নাম্বার ব্লক প্রশাসন থেকে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকদিন থেকে মাইকিং করে মকর মেলা বন্ধ রাখার জন্য ঘোষণা করা হয়।তবে কোভিড বিধি মেনে নদীতে স্নান করার জন্য কোনো বাধ্য বাধকতা ছিল না। আজ সকাল থেকে দেখা যায় মকর সংক্রান্তির পুণ্যস্নান  করতে ব্যাস্ত বাংলা ঝাড়খণ্ড দুই রাজ্যের বহু মানুষ।তিথি নক্ষত্র মেনে কাক ভোর থেকে দুপুর পর্যন্ত চললো মকর স্নান পর্ব।

 

আর ও পড়ুন    মাত্র ১ টাকায় ১ কাপ চা, কোথায় পাওয়া যাবে? জানুন

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝালদা থানার তুলিন সুবর্ণরেখা নদীতে বাড়তে থাকল ভিড়। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছরেই প্রথম মকর মেলা বন্ধ রাখায় হতাশ হলেন অনেকেই।  পুরুলিয়া জেলার এক অন্যতম ঐতিহ্য  মকর ও টুসু মেলা। অনেকেই জানান, আমরা প্রতি বৎসর মকর সংক্রান্তিতে তুলিন সুবর্ণরেখা নদীতে স্নান করতে আসি। কিন্ত এই বছর  করোনার জন্য ভিড় অনেক কম। মেলাও বন্ধ রয়েছে।তাই খুব খারাপও লাগছে।তবু আমরা প্রশাসনের নির্দেশকে স্বাগত জানিয়ে কোভিড বিধি মেনে স্নান করেছি।

 

প্রতিবছরই মকর সংক্রান্তি উপলক্ষে বাংলা ঝাড়খণ্ড সীমানার সুবর্ণরেখা নদীর পাড়ে মকর সংক্রান্তির মেলা বসে।লক্ষাধিক লোকের ভিড় হয় এই মেলায় ।কিন্তু এবছর কোভিড বিধির কারণে পুরোপুরি মেলা বন্ধ হয়ে যাওয়ায় ইতিহাস তৈরী হল এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top