নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:- শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর এক বাড়ি থেকে মাথার খুলি ও হাড় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তড়িঘড়ি শিলিগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয় ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটরের তরফে। পুলিশ এসে মাথার খুলি ও হাড় উদ্ধার করে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে ওই বাড়ি থেকে দূর্গন্ধ বেরচ্ছিলো। স্থানীয় বাসিন্দারা সেই বিষয় কো-অর্ডিনেটর নিখিল শাহানিকে জানান। পরবর্তীতে এদিন সাফাইকর্মী দিয়ে পরিষ্কারের কাজ শুরু করা হলে বাড়ি থেকে পাওয়া যায় মাথার খুলি ও হাড়। ঘটনাস্থলে পুলিশবাহিনী এসে সমস্ত জিনিস উদ্ধার করে পাশাপাশি তদন্ত শুরু করেন তারা।