১৮ মার্চ, করোনার প্রকোপ এবার এসে পড়ল ভারতীয় সেনার উপর।লাদাখে কর্মরত ভারতীয় সেনার দেহে এই ভাইরাস সংক্রমণের হদিশ পাওয়া গেল।লাদাখ স্কাউটের সেনা জওয়ানের শারীরিক নমুনায় করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। সব মিলিয়ে করণে আক্রান্তের সংখ্যা লাদাখে হয়ে দাঁড়িয়েছে ৮ জন।
ইতিমধ্যে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।জানা যায়, সেনা জওয়ানের বাবা সম্প্রতি ইরান থেকে ফিরেছিলেন।তিনিও এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।পরিবারের অন্যান্য সদস্যদের লাদাখে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।বাবার সঙ্গে দেখা করতে গত ২৫ থেকে ১ মার্চ পর্যন্ত ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন ভারতীয় সেনা। বাড়ি থেকে ফেরার পরই তাঁর দেহে করোনার উপসর্গ দেখা যায়। এরপর টেস্ট হলে সোয়াব পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। ইতিমধ্যেই আইসোলেশনে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ওই জওয়ানের বাবা ও বোনের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। তাঁদের শরীরেও করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।