সুরক্ষা বিধি মেনে সিনেমা হলে দেখতে যান দর্শকদের প্রত্যাশায় সিনেমা হলের কর্মকর্তারা

সুরক্ষা বিধি মেনে সিনেমা হলে দেখতে যান দর্শকদের প্রত্যাশায় সিনেমা হলের কর্মকর্তারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১৫ অক্টোবর ২০২০: আনলক ৫ পর্বে আজ বৃহস্পতিবার খুলছে সিনেমা হল। সিনেমা হল খুললেও চিন্তায় পরেছে সিনেমা হল কর্মকর্তারা।

তাদের মতে নতুন ছবির অভাব। করোনা পরিস্থিতিতে নতুন করে সেভাবে ছবি রিলিজ হয়নি। তাই এই দুর্দিনে ভরসা সুশান্ত সিং রাজপুত এবং লকডাউনের আগের মুক্তি প্রাপ্ত কিছু হিন্দি বাংলা ছবি। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাবে কি সেলিব্রিটি রা ? এপ্রসঙ্গে বহু তারকারা মতামত দিয়েছেন। অভিনেতা যশ দাসগুপ্ত বল্লেন,”প্লেনে ট্রাভেল করছি, শপিং মলে যাচ্ছি তাহলে সিনেমা হলে যাবনা কেন? সিনেমা হল খোলায় খুবই আনন্দিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও। তবে আনন্দিত হলেও তিনি বলেন,”যদি দেখি খুব ভিড় আর সুরক্ষাবিধি কিছুই মানা হচ্ছেনা তালে তখনই ফিরে আসব”। অনেকে অবশ্য লকডাউনে ওটিটি প্লাটফর্মে ছবি দেখে শখ মেটালেও হলের মজা যে ওটিটি প্লাটফর্মে নেই তা আর বলার অবকাশ থাকেনা।সব কিছুর মাঝে দর্শক যেন সুরক্ষা বিধি মেনে সিনেমা হলে যান সেটাই প্রত্যাশা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top