মুম্বাই, ৭ জুলাই :-মুক্তি পেলো “দিল বেচারা ” ছবির ট্রেলার । সুশান্ত সিং রাজপূত অভিনীত শেষ ছবি।কিন্তু এই ছবির প্রমোশনে আর দেখা যাবে না সদা হাসিখুশি পাটনার ছেলেটাকে। ট্রেলার দেখে সুশান্তের স্মৃতিতে চোখে জল চলে আসে ভক্তদের। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই স্মৃতিচারণায় নেটিজেনরা। এই ছবিতে তিনি যেভাবে ক্যানসার আক্রান্ত সঞ্জনা অর্থাত কিজি বসুকে সামলান, তা দেখে আবেগে ভেসে যান নেটিজেনরা। সুশান্তের শেষ ছবির ট্রেলার দেখে আবেগঘন হয়ে পড়েন সেলেবদের একাংশও। অনেকের মনে এখনো টাটকা সুশান্তের সব স্মৃতি।
সারা আলী খান তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন এই ছবির ট্রেলার।নিজের প্রথম সিনেমা কেদারনাথ-এর সঙ্গী সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না বলেও মন্তব্য করেন সইফ কন্যা।
সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি “দিল বেচারা”র ট্রেলর মুক্তি
সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি “দিল বেচারা”র ট্রেলর মুক্তি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram