সুসজ্জিত মিছিল নিয়ে মনোনয়ন জমা দিলেন জলপাইগুড়ির বিভিন্ন বাম প্রার্থীরা

সুসজ্জিত মিছিল নিয়ে মনোনয়ন জমা দিলেন জলপাইগুড়ির বিভিন্ন বাম প্রার্থীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সুসজ্জিত

সুসজ্জিত মিছিল নিয়ে মনোনয়ন জমা দিলেন জলপাইগুড়ির বিভিন্ন বাম প্রার্থীরা। সুসজ্জিত মিছিল নিয়ে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন জলপাইগুড়ি পূরসভার বিভিন্ন বাম প্রার্থীরা। এদিন দুপুরে সিপিএমের জলপাইগুড়ি জেলা দপ্তর থেকে প্রার্থী‌দের নিয়ে লাল পতাকা‌য় মোড়া একটি মিছিল বের করা হয়।

 

৯ নম্বর ওয়ার্ডে‌র প্রার্থী ও সিপিএম নেতা প্রদীপ দে বলেন, জলপাইগুড়ি পুরসভা‌য় পানীয় জলের আম্রুত প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। এর বিরুদ্ধে তৃণমূল বিরোধী বোর্ড গঠন করতে‌ই তাদের লড়াই। পাশাপাশি জলপাইগুড়ি সহ গোটা রাজ‍্যের বিভিন্ন পুর‌সভায় দুই বছর ধরে অগণতান্ত্রিক‌ভাবে পুরসভা বোর্ড দখল করে রেখেছিল শাসক দল এর বিরুদ্ধে মানুষ‌কে সাথে নিয়ে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে‌ন বাম প্রার্থী‌রা।

 

উল্লেখ্য, সুসজ্জিত মিছিল নিয়ে মনোনয়ন জমা দিলেন জলপাইগুড়ির বিভিন্ন বাম প্রার্থীরা। সুসজ্জিত মিছিল নিয়ে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন জলপাইগুড়ি পূরসভার বিভিন্ন বাম প্রার্থীরা। এদিন দুপুরে সিপিএমের জলপাইগুড়ি জেলা দপ্তর থেকে প্রার্থী‌দের নিয়ে লাল পতাকা‌য় মোড়া একটি মিছিল বের করা হয়। ৯ নম্বর ওয়ার্ডে‌র প্রার্থী ও সিপিএম নেতা প্রদীপ দে বলেন, জলপাইগুড়ি পুরসভা‌য় পানীয় জলের আম্রুত প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। এর বিরুদ্ধে তৃণমূল বিরোধী বোর্ড গঠন করতে‌ই তাদের লড়াই। পাশাপাশি জলপাইগুড়ি সহ গোটা রাজ‍্যের বিভিন্ন পুর‌সভায় দুই বছর ধরে অগণতান্ত্রিক‌ভাবে পুরসভা বোর্ড দখল করে রেখেছিল শাসক দল এর বিরুদ্ধে মানুষ‌কে সাথে নিয়ে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে‌ন বাম প্রার্থী‌রা।

 

আর ও পড়ুন     ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা

 

উল্লেখ্য, সুসজ্জিত মিছিল নিয়ে মনোনয়ন জমা দিলেন জলপাইগুড়ির বিভিন্ন বাম প্রার্থীরা। সুসজ্জিত মিছিল নিয়ে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন জলপাইগুড়ি পূরসভার বিভিন্ন বাম প্রার্থীরা। এদিন দুপুরে সিপিএমের জলপাইগুড়ি জেলা দপ্তর থেকে প্রার্থী‌দের নিয়ে লাল পতাকা‌য় মোড়া একটি মিছিল বের করা হয়। ৯ নম্বর ওয়ার্ডে‌র প্রার্থী ও সিপিএম নেতা প্রদীপ দে বলেন, জলপাইগুড়ি পুরসভা‌য় পানীয় জলের আম্রুত প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। এর বিরুদ্ধে তৃণমূল বিরোধী বোর্ড গঠন করতে‌ই তাদের লড়াই।

 

পাশাপাশি জলপাইগুড়ি সহ গোটা রাজ‍্যের বিভিন্ন পুর‌সভায় দুই বছর ধরে অগণতান্ত্রিক‌ভাবে পুরসভা বোর্ড দখল করে রেখেছিল শাসক দল এর বিরুদ্ধে মানুষ‌কে সাথে নিয়ে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে‌ন বাম প্রার্থী‌রা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top