খেলা – ২০২৫ সালের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের পর শুরু হওয়া করমর্দন বিতর্ক ক্রমেই ক্রীড়ার থেকে বেশি কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানালে প্রাক্তন বোর্ড সভাপতি এবং জাতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর পাশে দাঁড়ান।
সৌরভ বলেন, “সূচি ঘোষণা হওয়ার পরে, ম্যাচ অবশ্যই হবে। করমর্দন না করার সূর্যর সিদ্ধান্ত সঠিক। সূর্য ভারতের অধিনায়ক, তাঁর সিদ্ধান্তকে সমর্থন করা উচিত। ও যে সিদ্ধান্তই নিক না কেন, সেটাই প্রাধান্য পাবে।” এই পদক্ষেপকে ভারতীয় সমর্থকরা ২৬ জনের মৃত্যুর প্রতি সহমর্মিতা প্রদর্শন হিসেবে দেখছেন, যা পহেলগাম সন্ত্রাসী হামলার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও বটে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল করমর্দন ও ম্যাচ-পরবর্তী ফটো সেশনে অংশ নিতে অস্বীকার করে। পাকিস্তানি মিডিয়া ও প্রাক্তন খেলোয়াড়রা এটিকে খেলার চেতনার বিরুদ্ধে বললেও, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকরা এই পদক্ষেপকে প্রশংসা করেছেন। আগামী ২১ সেপ্টেম্বর সুপার ফোর ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, এবং চলমান বিতর্ক আসন্ন ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
