সূর্যের তাপপ্রবাহে নাজেহাল দক্ষিন দিনাজপুর! তেষ্টা মেটাতে ঠান্ডা পানীয়ের দোকানে লম্বা লাইন। বৈশাখ জুড়ে দাবদাহে পুড়ছে দক্ষিন দিনাজপুর। আর বৈশাখের দ্বিতীয় সপ্তাহে তা রেকর্ডহারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়ছে জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত সোমবার সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছিল। আগামী বেশ কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই । উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলেই জানা গেছে।
সকাল ১০ টা হতেই চড়া রৌদে চাঁদিফাটা অবস্থা। অফিসযাত্রী থেকে স্কুল কলেজের পড়ুয়া, সকলেরই গলদঘর্ম অবস্থা । দশটা বাজতেই একপ্রকার জনশূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট। জরুরি প্রয়োজনে বের হওয়া পথ চলতি মানুষ বাধ্য হচ্ছেন গাছের নীচে বিশ্রাম নিতে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় গরম হাওয়ায় ঝলসে যাচ্ছেন পথ চলতি মানুষ। অন্যদিকে, তাপপ্রবাহ থাকার ফলে ঠান্ডা পানীয়ের দোকানে দেখা যাচ্ছে লম্বা লাইন।
আর ও পড়ুন সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই
এই প্রসঙ্গে, দক্ষিন দিনাজপুর জেলার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পতিরামের মাঝিয়ান ক্যাম্পাসসের আবহাওয়া অফিসের ডিন জোতির্ময় কারফর্মা জানাচ্ছেন হিট ওয়েভ দক্ষিন দিনাজপুর ও মালদা জেলায় ২৫ থেকে ২৭ তারিখ অবদ্ধি থাকবে। তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভবনা রয়েছে।এর কারন এতদিন ৩০ ডিগ্রি তাপমাত্রা ছিল। হঠাৎ করে তা বেড়ে যাওয়ার ফলে বায়ু মন্ডলে চাপ বেড়ে যাওয়ায় এই হিট ওয়েভ দেখা দিয়েছে বলে তিনি জানান।তিনি আরো জানান এর ফলে পাট চাষের কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে। তবে এই মুহুর্তে সেচের ব্যবস্থা জমি গুলিতে কৃষকরা যদি করতে পারেন তবে সেই ক্ষতির সম্ভবনা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি জানান। সূর্যের তাপপ্রবাহে