সৃজিতের ছবির নায়িকা শ্রুতি দাসের বোল্ড অবতার, সোশ্যাল মিডিয়ায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী

সৃজিতের ছবির নায়িকা শ্রুতি দাসের বোল্ড অবতার, সোশ্যাল মিডিয়ায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – সৃজিত মুখোপাধ্যায়ের ‘X=প্রেম’ ছবির মধ্য দিয়ে টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শ্রুতি দাস। মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী অভিনয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন এই নবাগত। যদিও ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন একজন মডেল, ধীরে ধীরে অভিনয়ের দিকেও মনোযোগ দেন শ্রুতি। এখন অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট সক্রিয় এবং জনপ্রিয়।

সম্প্রতি শ্রুতি ইনস্টাগ্রামে যেসব ছবি পোস্ট করেছেন, তা ঘিরে উত্তাল নেটপাড়া। কালো অন্তর্বাস, টাইট প্যান্ট এবং সাদা শার্টে, কিচেনের মধ্যে দাঁড়িয়ে কফির কাপ হাতে অভিনেত্রীর একাধিক বোল্ড পোজ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাঁর ফিট ফিগার আর আত্মবিশ্বাসী লুক দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ। শ্রুতির এই গ্ল্যামারাস রূপ একাধিক অনুরাগীর হৃদয়ে জায়গা করে নিয়েছে।

‘X=প্রেম’-এর পর থেকে শ্রুতি কিছু ওয়েব সিরিজ ও ছোট প্রজেক্টে কাজ করলেও এখনও পর্যন্ত খুব বেশি বড়সড় প্রজেক্টে দেখা যায়নি তাঁকে। তবে মডেলিং জগতে তিনি যথেষ্ট সফল। নিজের ফিটনেস ধরে রাখতে শ্রুতি কঠোর শরীরচর্চা করেন, এবং সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের বিভিন্ন হট ও বোল্ড ফটোশুট শেয়ার করেন।

কলকাতাতেই জন্ম শ্রুতির। বীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে এক সময় পাড়ি দেন দুবাই। পরে দেশে ফিরে বলিউডে অভিনয়ের চেষ্টা শুরু করেন। ইমতিয়াজ আলির একটি ওয়েব সিরিজ এবং একটি থ্রিলার প্রজেক্টে কাজের অভিজ্ঞতার পর আসে বড় সুযোগ—সৃজিত মুখোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি অফার ‘X=প্রেম’-এর জন্য। এই ছবিই শ্রুতির কেরিয়ারে বড় মোড় এনে দেয়।

বর্তমানে শ্রুতির সাহসী উপস্থিতি ও অভিনয়ের দক্ষতা মিলিয়ে তিনি টলিউডের ভবিষ্যৎ সম্ভাবনাময়ীদের তালিকায় জায়গা করে নিচ্ছেন। তাঁর সোশ্যাল মিডিয়া ফিড যেন সেই আত্মবিশ্বাস ও স্টাইলেরই প্রতিচ্ছবি। নেটিজেনদের মতে, শ্রুতির এই বোল্ডনেস ও প্রতিভা ভবিষ্যতে টলিউডে ঝড় তুলবে, এমনটা বলা যেতেই পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top