সৃজিত-মিথিলার বিবাহের দিনই প্রাক্তন স্বামীর আবেগপূর্ণ পোস্ট

সৃজিত-মিথিলার বিবাহের দিনই প্রাক্তন স্বামীর আবেগপূর্ণ পোস্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০ ডিসেম্বর, ৮ ডিসেম্বর টলি ইন্ডাস্টির জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বেঁধেছেন বাংলাদেশের ছোট জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর সুন্দর সুন্দর ছবিও শেয়ার করেন তাঁরা। যে দেখে নেটিজনেরা বেশ মেতেছিলেন। বহুদিন ধরেই তাঁদের প্রেমের হালকা আভাস অনেকেই পেয়েছিল কিন্তু তা নিয়ে সরাসরি কোনও কথা সংবাদমাধ্যমের সামনে সৃজিত প্রকাশ করেননি।সরাসরি বিয়ের খবরই তিনি দেন।

গত বছরের শেষের দিকেই একটি অনুষ্ঠানেই প্রথম দেখা হয় সৃজিত-মিথিলার। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁরা ঘনিষ্ঠ হন।কলকাতার দুর্গাপূজাতেও তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। অবশেষে চার হাত এক হয়েছে, দুজনেই বেশ খুশি তাঁদের সম্পর্কে।বিয়ে সেরেই গত শনিবার জেনেভার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন সৃজিত-মিথিলা। একের পর এক ছবিতে ফলোয়ারের সংখ্যা ক্রমশ বাড়ে। অপরদিকে মিথিলার প্রাক্তন স্বামীর এক পোস্টও ক্রমশ ভাইরাল হয়।

মিথিলার বিয়ের দিন রাতেই একটি স্ট্যাটাস দেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান। তাহসানের ‘মোমোরিস কল্পতরুর গল্প’ সেদিনই ইউটিউবে মুক্তি পায়। ইতিমধ্যেই ৯ লাখের কাছাকাছি ভিউ হয়েছে সেই নাটকের।সেই নাটকটি শেয়ার করে তাহসান ক্যাপশনে লেখেন,’কাজ দিয়েই বেঁচে থাকতে চাই’। আর তারপরই সেই স্ট্যাটাস ভাইরাল। নেটিজনের মধ্যে অনেকেই মনে করেছেন হয়তো প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরে একটু হলেও তিনি দুঃখিত, তাই হয়তো তার হাত দিয়ে এমন লেখা বেরিয়ে পড়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top