Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
There is no kata of seconds and minutes, no sound, but timing is perfect

সেকেন্ড ও মিনিটের কাটা নেই, নেই কোন টিকটিক শব্দ, তবে সময় দেয় একদম নিখুঁত

সেকেন্ড ও মিনিটের কাটা নেই, নেই কোন টিকটিক শব্দ, তবে সময় দেয় একদম নিখুঁত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সেকেন্ড

সেকেন্ড ও মিনিটের কাটা নেই, নেই কোন টিকটিক শব্দ। তবে সময় দেয় একদম নিখুঁত। ভাবছেন এ আবার কেমন ঘড়ি! এটি প্রথম যান্ত্রিক ঘড়ি। আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে মিসর ও ব্যাবিলনে এর উৎপত্তি। বহাল তবিয়তে এখনও টিকে আছে।

 

সেকেন্ড ও মিনিটের বালাই নেই, নেই কোনো টিকটিক শব্দ। তবে সময় দেয় একদম নিখুঁত। গোলাকার চাকতিতে একটি নির্দেশক কাঁটা ও দাগ কাটা সময়ের ঘর; এ নিয়েই সূর্যঘড়ি।। আমাদের জীবন চলার পথে ঘড়ি একটি অপরিহার্য বস্তু। ঘড়ি বলতে আমরা কেবল হাতঘড়ি,দেয়াল ঘড়ি কিংবা টেবিল ঘড়ির সাথেই পরিচিত। তবে এর পাশাপাশি রয়েছে আরো কিছু ঘড়ি।

 

যেমন: সূর্যঘড়ি,বালুঘড়ি,পানিঘড়ি,বৈদ্যুতিক ঘড়ি,পারমাণবিক ঘড়ি,হাতঘড়ি। যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই।মাত্র ৭০০ বছর আগে লাতিন শব্দ ‘ক্লক্কা’থেকে এসেছে ক্লক। ক্লক্কা মানে ঘণ্টি। যদিও ইতিহাসে এই মূল্যবান আবিষ্কারটির আবিষ্কারক হিসেবে কোন নির্দিষ্ট ব্যক্তির নাম পাওয়া যায়নি। তবে সূর্য ঘড়ির ব্যবহার শুরু অনেক কাল আগে থেকেই।

 

আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে মিসর ও ব্যাবিলনে উৎপত্তি হয় সূর্য ঘড়ির। এটি প্রথম যান্ত্রিক ঘড়ি। যা এখনো টিকে আছে। সেকেন্ড ও মিনিটের কাটা নেই, নেই কোন টিকটিক শব্দ। তবে সময় দেয় একদম নিখুঁত। গোলাকার চাকতিতে একটি নির্দেশক কাঁটা ও দাগ কাটা সময়ের ঘর, এ নিয়েই সূর্যঘড়ি। ধারণা করা হয়- মিশরীয়রাই প্রথম প্রকৃতিনির্ভর অর্থাৎ সূর্য-ঘড়ি নির্মাণ করেছিল আর ১৪ শতাব্দীতে এসে ইউরোপিয়ানরাই এই তত্ত্বের উপর ভিত্তি করে প্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেন।

 

আর ও  পড়ুন    দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, ফের বৃষ্টির ভ্রুকুটি বাড়ছে 

 

কিন্তু ১৪ শতকের দিকে নির্মিত ঘড়িগুলোতে শুধুমাত্র ঘণ্টা নির্দেশ করতে সক্ষম হত, মিনিট বা সেকেন্ড নির্ণয় করতে পারতো না। তাছাড়া বর্তমান ঘড়ির দুই ঘণ্টা ছিল সেই ঘড়ির হিসেবে এক দিন, যার মানে একদিনে ঘড়িটি মাত্র দুবার ৩৬০ ডিগ্রী কোণে ঘুড়তে পারতো।

 

অর্থাৎ এই ঘড়ি দিয়ে সম্পূর্ণ নির্ভুল ও সূক্ষ সময় গণনা করা যেত না। অবশেষে ডাচ জ্যোতির্বিদ ক্রিশ্চিয়ার হাইজেন্স ১৬৫৭ সালে এসে সম্পূর্ণ নির্ভুলভাবে মিনিট, সেকেন্ড ও ঘণ্টা নির্দেশকারী উন্নতমানের যান্ত্রিক ঘড়ির নকশা করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top