সেক্স রোবটের আবিষ্কার ভয় বাড়াচ্ছে পর্নস্টারদের

সেক্স রোবটের আবিষ্কার ভয় বাড়াচ্ছে পর্নস্টারদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৪ ফেব্রুয়ারি, পর্নস্টার এবং যৌনকর্মীদের জায়গা এবার কেড়ে নিচ্ছে সেক্স রোবট। নীল ছবির তারকাদের চাহিদা এবার কমে আসছে।এমনটাই আশঙ্কা করছেন তাঁরা নিজেরাই।কিন্তু কেন এমন ভয় বাসা বাঁধল হঠাৎ? তাঁর একমাত্র কারণ হল সেক্স রোবটের আবিষ্কার।তাঁদের মতে একটা সময় পর্নমার্কেটে রাজ করবে শুধুমাত্র রোবোটরাই।এমন একটা সময় আসবে যখন কম-বেশি সবার কাছেই সেক্স রোবট থাকবে। তখন আর কারোরই পর্ন ছবির বিশেষ প্রয়োজন পড়বে না।

বিগত বেশ কয়েকমাস ধরেই বিশ্বের একাধিক কোম্পানি বিশেষ ধরনের কিছু রোবট তৈরি করেছে। এই রোবটগুলোকে যৌন কর্মীদের বিকল্প, এমনটাই তাঁরা ঘোষণা করেছে। নতুন প্রযুক্তিতে তৈরি সেক্স রোবটগুলো একেবারেই মানুষের মতো তৈরি।তাঁদের মতে, দিনদিন এসমস্ত সেক্সরোবটদের প্রতি মানুষের আগ্রহও বাড়ছে। কাজেই, যৌন কর্মী থেকে পর্নতারকা- সকলের ভয়ের কেন্দ্রে এখন সেক্স রোবট!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top