গুম্ফা মন্দিরের আদলে সেজে উঠছে কোচবিহারে উত্তরণ সংঘের পূজো। গুম্ফা মন্দিরের আদলে সেজে উঠছে কোচবিহারে উত্তরণ সংঘের দুর্গা পুজোর মন্ডপ। কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিটে অবস্থিত এই পুজোর মণ্ডপ ইতিমধ্যেই বানানোর কাজ শুরু করা হয়েছে। এবারে তাদের এই দুর্গোৎসব ৭২ বছর পদার্পণ করছে, যেহেতু সামনেই ৭৫ বছর রয়েছে তাই পূজা উদ্যোক্তারা নিজেদের সাধ্যের মধ্যে রেখে দুর্গোৎসব পালন করবে।
বরাবরই কোচবিহারের শহরতলীর পুজো গুলির মধ্যে একটি উত্তরণ সংঘের দুর্গাপুজো। শহরতলীর বিভিন্ন সাধারন আমজনতার নজর থাকে এই পুজোর উপর। এক প্রকার দুর্গোৎসবের উন্মাদনাকে সাথে নিয়ে ধীরে ধীরে এই মন্ডপ তৈরি করা হচ্ছে ক্লাবের সংলগ্ন নিজস্ব মাঠেই তৈরি হচ্ছে এই মন্ডপ গুম্ফা মন্দিরের আকর্ষণীয় মনমুগ্ধকর একটি থিম ফুটে উঠবে তাদের এই ভাবনায়।
আরও পড়ুন – পুজোর আগে সেভাবে জমলো না বাম কর্মচারীদের নবান্ন অভিযান
উল্লেখ্য, গুম্ফা মন্দিরের আদলে সেজে উঠছে কোচবিহারে উত্তরণ সংঘের দুর্গা পুজোর মন্ডপ। কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিটে অবস্থিত এই পুজোর মণ্ডপ ইতিমধ্যেই বানানোর কাজ শুরু করা হয়েছে। এবারে তাদের এই দুর্গোৎসব ৭২ বছর পদার্পণ করছে, যেহেতু সামনেই ৭৫ বছর রয়েছে তাই পূজা উদ্যোক্তারা নিজেদের সাধ্যের মধ্যে রেখে দুর্গোৎসব পালন করবে। বরাবরই কোচবিহারের শহরতলীর পুজো গুলির মধ্যে একটি উত্তরণ সংঘের দুর্গাপুজো।
শহরতলীর বিভিন্ন সাধারন আমজনতার নজর থাকে এই পুজোর উপর। এক প্রকার দুর্গোৎসবের উন্মাদনাকে সাথে নিয়ে ধীরে ধীরে এই মন্ডপ তৈরি করা হচ্ছে ক্লাবের সংলগ্ন নিজস্ব মাঠেই তৈরি হচ্ছে এই মন্ডপ গুম্ফা মন্দিরের আকর্ষণীয় মনমুগ্ধকর একটি থিম ফুটে উঠবে তাদের এই ভাবনায়।