সেঞ্চুরি সূর্যকুমার যাদবের!

সেঞ্চুরি সূর্যকুমার যাদবের!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – লখনৌয়ের একানা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মাঠে নেমে বড় নজির মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের । হার্দিক পান্ডিয়ারা প্রথম ফিল্ডিং করছেন, কিন্তু ব্যাট না করেও সেঞ্চুরিটা সেরে ফেললেন সূর্য। মুম্বইয়ের জার্সিতে তাঁর শততম ম্যাচটা খেলতে নামলেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার।আম্বানিদের মায়াবীনগীরের ফ্র্যাঞ্চাইজির জার্সিতে অষ্টম ক্রিকেটার হিসেবে একশোটা ম্যাচ খেলছেন সূর্যকুমার।SKY নামে পরিচিত মুম্বইয়ের তারকা ক্রিকেটার ২০১২ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে খেলার সুযোগ পান। তবে তেমন একটা খেলার সুযোগ পাননি। ২০১৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত খেলে সবার নজর কাড়েন সূর্য। চার বছর নাইটের সংসারে কাটানো পর ২০১৮ আইপিএল থেকে সূর্যকুমার মুম্বই ইন্ডিয়ন্সে ফেরেন। আইপিএলে সূর্যকুমার মোট ১৫৩টি ম্যাচ খেলেছেন। দুটি সেঞ্চুরি, ২৪টি হাফ সেঞ্চুরি সহ সূর্যর মোট ৩ হাজার ৬৯৮ রান আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top