নিজস্ব সংবাদদাতা,কাঁকসা, ২০ শে এপ্রিল :বুটের আওয়াজ জানান দিচ্ছে ভোটের আর বেশি দেরি নেই।পাশাপাশি হাড্ডা হাড্ডি লড়াই হবে এবার কাঁকসায় এমনটাই মনে করছে কাঁকসার মানুষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্যান্ন জায়গায় তৃণমূলের পাল্লা ভারী থাকলেও। কাঁকসায় অনেকটাই কোণঠাসা রয়েছে তারা। কাঁকসায় ইতিমধ্যে নিচুতলার অধিকাংশ কর্মীরা যোগ দিয়েছে বিজেপিতে। অনেকেই আবার জানিয়েছে এবার ভোট তারা বিজেপিকেই দেবে। এরই মধ্যে আধা সেনার টহল দেওয়ায় অনেকটাই খুশি এলাকার মানুষ। এদিন সাধারণ মানুষের সাথে কথা বলে পুলিশ ও আধা সেনার জওয়ানরা।এলাকার মানুষকে আশ্বাস দেওয়া হয় যে তারা পাশে আছে নির্বিগ্নে ভোট দিন। এদিন কাঁকসার রেলপার এলাকা থেকে শুরু করে কাঁকসার বিভিন্য এলাকায় রুট মার্চ করে তারা।
সেনার টহল দেখে নির্বিগ্ন ভোটের আশায় অনেকটাই খুশি এলাকার মানুষ
সেনার টহল দেখে নির্বিগ্ন ভোটের আশায় অনেকটাই খুশি এলাকার মানুষ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram