কলকাতা – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন উপলক্ষে এদিন ক্যাথিড্রাল রোডে রাজ্য সরকারের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজ বক্তৃতা দেওয়ার অবকাশ খুব কম। আমরা এখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করি। বিশ্বকবির জন্মদিবসে আমাদের ভাষা- সংস্কৃতিরও জন্ম দিবস। আমাদের সকাল-বিকেল, দুর্যোগ-দুর্ভোগ সব ক্ষেত্রেই বিশ্বকবির কাছ থেকে কিছু না কিছু শিক্ষা পাই।’ তবে বর্তমানে রবীন্দ্র-চর্চায় খামতি দেখা যাচ্ছে বলেও খেদও প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ‘দেখা যাচ্ছে, এখন এই চর্চার কদর আমরা কমিয়ে দিয়েছি। প্রতিটি রাজ্যের নিজস্ব ভাষা-সংস্কৃতি রয়েছে। তাঁকে সন্মান দেওয়া আমাদের কাজ। এক দিন নয়, আমরা যেন প্রতিটি মুহূর্তে, প্রতিটি দিন আপন করে নিই তাঁকে।’




















