সেনিয়ারের পর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা

সেনিয়ারের পর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের জন্ম হয়েছে। ভারতের আবহাওয়া দফতরের (IMD) বুলেটিন অনুযায়ী, এই নতুন ঘূর্ণিঝড়ের নাম ‘দিতওয়াহ’ এবং এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য-পূর্বাংশে অবস্থান করছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নভেম্বরে শেষ দিনে, অর্থাৎ ৩০ নভেম্বর ২০২৫-এ এটি তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, নাগাপট্টিনম, কাডালুর, তিরুভারুর মতো উপকূলবর্তী জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তামিলনাডু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ইয়েলো ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

‘দিতওয়াহ’ ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। তার আগে বুধবার ভোরে মলাক্কা প্রণালীর কাছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ তৈরি হয়েছিল। সেনিয়ার ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়ার পর ক্রমে শক্তি হারায়। তবে তার প্রভাবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের জের কাটতে না কাটতেই এই অঞ্চলে নতুন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top