কলকাতা – আজ সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক যাত্রী লাইনে পড়ে যান। ঠিক সেই সময় একটি আপ মেট্রো ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার কাজ শুরু করা হয়। এই ঘটনার ফলে মেট্রো চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বর্তমানে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সেন্ট্রাল স্টেশন সংলগ্ন অংশে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
