Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Srijit's wife is returning to Dhaka in Next September

সেপ্টেম্বরেই ঢাকায় ফিরছেন সৃজিত স্ত্রী মিথিলা ( Mithila )

সেপ্টেম্বরেই ঢাকায় ফিরছেন সৃজিত স্ত্রী মিথিলা ( Mithila )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Mithila
সেপ্টেম্বরেই  ঢাকায়  ফিরছেন সৃজিত স্ত্রী মিথিলা  ( Mithila )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী তথা বাংলাদেশর  জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা ( Mithila )  সেপ্টেম্বরে ফিরছেন ঢাকায় । ২০১৯ সালে সৃজিতের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মিথিলা ( Mithila ) শুধু অভিনেত্রী ও সমাজকর্মীই নন, তিনি বাংলাদেশের  একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার।

 

তিনি গান শিখেছেন হিন্দোল সংগীত অ্যাকাডেমি থেকে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা অ্যাকাডেমি থেকে, আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে। ভরতনাট্যম, কত্থক ও মণিপুরী নাচের উপর প্রশিক্ষণ নেওয়া রয়েছে মিথিলার ( Mithila )।

 

পাশাপাশি তাঁর অ্যাকাডেমিক কেরিয়ারও যথেষ্ট ঈর্ষণীয়। এককথায় তাঁকে সর্বগুণ সম্পন্না বললে ভুল বলা হবে না।    কেরিয়ার জীবনের শুরুটা মডেলিং দিয়ে শুরু করা মিথিলা পরবর্তীতে  বিভিন্ন টিভি ধারাবাহিক, টেলিফিল্ম, মিউজিক অ্যালবামে অভিনয় করেন। সম্প্রতি ঢালিউডে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাতেও কাজ করেছেন মিথিলা।

 

তবে বর্তমানে তিনি ভারতে। টলিউডে  রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ দিয়ে হাতেখড়ি হচ্ছে মিথিলার।  রাজর্ষি দে পরিচালিত সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই টলিউডে দ্বিতীয় ছবি পেয়ে গেলেন মিথিলা। শোনা যাচ্ছে রিঙ্গো  বন্দ্যোপাধ্যায়ের  ‘আ রিভার ইন হ্যাভেন’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এই ছবি।

 

আর ও পড়ুন    প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব ( Buddhadeb ) গুহ 

 

সৃজিত পত্নী মিথিলাকে এই ছবিতে দেখা যাবে ববি চক্রবর্তীর বিপরীতে। স্বপন আর বিশাখা মধ্যবর্তী পরিবারের দম্পতি। কিন্তু বিয়ের বহু বছর পরেও তাঁদের কোনও সন্তান নেই। আর এই কারণে স্বপন অণবরত দোষ দেয় বিশাখাকে। রেগে গিয়ে গায়ে হাতও তোলে।

 

কিন্তু ছেড়ে যেতে পারে না ভালোবাসার কারণে। তাঁরা বারাণসী আসেন ঠাকুরের আশীর্বাদ নিতে। আর সেসময়তেই দেখা হয় বিশাখার প্রাক্তন প্রেমিক ও শিক্ষক কৌশিকের সঙ্গে। জানা যাচ্ছে  সেপ্টেম্বরের মাঝামাঝিতে বারাণসীতে শুরু হবে শুটিং। তার আগেই মিথিলা শেষ করবেন ‘মায়া’র ডাবিং।

 

কেন্দ্রীয় চরিত্রে মিথিলা।  তার সঙ্গে অভিনয় করার কথা  রুমা গুহঠাকুরতা-র মেয়ে শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ।

 

সিনেমাটির গল্প লিখেছেন রিঙ্গো নিজেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও তিনিই সামলাবেন। ‘মায়া’র শুটিং শেষ করে  মিথিলা মাঝে গিয়েছিলেন মুম্বই। তখনি খবর রটে তিনি এবার বলউডে পা বাড়াচ্ছেন। পরে জানা যায় স্বামী সৃজিতের জন্যই তাঁর মুম্বই গমন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top