রাজ্য – বাংলার আকাশে ফের জমছে কালো মেঘ। হাওয়া অফিস জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও নিম্নচাপের কারণে নয়, তবে মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে চলতি সপ্তাহ জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে।
বুধবার ভোর সাড়ে ছটা থেকে শুরু করে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা, যেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা, সেখানেও রয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব-পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। টানা বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দু’দিনই জারি থাকবে হলুদ সতর্কতা।
শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে সাগরে কোনও নিম্নচাপ নেই, তবে মৌসুমি অক্ষরেখা কচ্ছ, দক্ষিণ-পশ্চিম রাজস্থান, উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে পরবর্তী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।
আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪° সেলসিয়াস, আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪° সেলসিয়াস। আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
