সেপ্টেম্বর মাসেই প্রকাশ হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কাজের রিপোর্ট কার্ড। উন্নয়নের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। উল্লেখ যে ২০১৮ সালে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বোর্ড নিয়ে রাজনৈতিক ডামাডোলের জেরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এলাকা উন্নয়নের কাজ সাময়িক ব্যাহত হলেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দ্রুত গতিতে উন্নয়নের অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। সম্প্রতি নির্দেশিকা জারি করে মোট ৯২ লক্ষ ৮৪ হাজার ৭৫৮ টাকার মূল্যের ১৩টি কাজের শুভ সূচনার দিনক্ষণ ঘোষনা করল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ৷
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফেজুদ্দিন মিয়া জানিয়েছেন ঐ ১৩টি কাজের শুভ সূচনা হতে চলেছে আগামী ২৫শে আগস্ট এবং ২৬শে আগস্ট। জানা গেছে শুভ সূচনা হতে চলা কাজগুলির মধ্যে কুমারগঞ্জ, তপন, বালুরঘাট ব্লকের একাধিক গ্রামীন এলাকার সি সি রোড রয়েছে৷ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা টিজ্ঞা জানিয়েছেন জেলা পরিষদের তত্বাবধানে কি কি কাজ হয়েছে বা কোন কাজের কি অবস্থা তার রিপোর্ট কার্ড প্রকাশ করবে জেলা পরিষদ।
আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়
তিনি এও জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের প্রথমদিকেই প্রকাশিত হবে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কাজের রিপোর্ট কার্ড। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানিয়েছেন জেলা পরিষদের বড় কোন কাজ পেন্ডিং নেই, আমরা সব কাজ ধরিয়ে দিয়েছি। আমাদের সব কাজ কমপ্লিটের মধ্যে। তিনি জানান জেলা পরিষদের যে কাজগুলি এখনও অসম্পূর্ণ রয়েছে সেই কাজগুলি দ্রত সমাপ্ত করার চেষ্টা চলছে। সেপ্টেম্বর মাসেই