‘সেফ ড্রাইভ সেভ লাইভ’-এর বার্তা ফুটবল মাঠে

‘সেফ ড্রাইভ সেভ লাইভ’-এর বার্তা ফুটবল মাঠে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৪ ফেব্রুয়ারি, বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে ফুটবল মাঠে প্রাক্তন ফুটবলার ও বসিরহাট পুলিশ জেলার মধ্য এক প্রদর্শনী ম্যাচ হল। এদিন টানটান উত্তেজনার মধ্যে এই ম্যাচ অতিরিক্ত সময় গড়ালেও ম্যাচের ফয়সালা হয় পেনাল্টি কিকের মধ্য দিয়ে। ৫ ও ৪ গোলের ব্যবধানে প্রাক্তন ফুটবলারদের হারিয়ে দেয় বসিরহাট পুলিশ জেলা।বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এই খেলার মূল উদ্দেশ্য ছিল ফুটবলের মধ্য দিয়ে সেফ ‘ড্রাইভ সেভ লাইভ’ কে আরোও বেশি সচেতন করা।বিশেষ করে তাৎপর্যপূর্ণ হল এই ফুটবল প্রদর্শনীতে প্রাক্তন ভারতীয় ফুটবলার অংশ নেন।এই ম্যাচের উদ্যোক্তা ছিলেন এসডিপিও অভিজিৎ সিনা, মহাপাত্র পুলিশ আধিকারিক প্রেমাশীষ চট্টরাজ, ডিএসপি ট্রাফিক আনন্দ জ্যোতি হোড় সহ বসিহাট মহাকুমার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা।এই ফুটবল ম্যাচ দেখতে একদিকে যেমন ফুটবল প্রেমীদের মাঠে উপচে পড়া ভিড়। পায়ে পায়ে ফুটবল দেখতে ফুটবল মাঠে ভিড় জমিয়েছে বহু মানুষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top