উত্তরবঙ্গ – সোমবার সকালে সেবক এলাকার বাঘপুলের কাছে বড়সড় ধসের ঘটনা ঘটল। এই ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি থেকে কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি। গাড়িটি যখন কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল, তখনই আচমকা ধস নেমে আসে। সৌভাগ্যবশত, চালক ও যাত্রীরা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন। তবে গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যেই সেবকফারির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে ধসের কারণে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ধসের প্রভাব পড়েছে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের উপরেও। আপাতত রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দ্রুত পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। কারণ, পাহাড়ি অঞ্চলে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে ধসের আশঙ্কা প্রবলভাবে বেড়েছে। পাহাড়ি পথে চলাচলকারী সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
