নিজস্ব সংবাদদাতা, বিধান নগর,৮ জুলাই :- সেভ ড্রাইভ সেভ লাইফের ৪ বছরের বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয় বিধান নগর পুলিশ কমিশনারেটের উদ্যেগে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর পুলিশ কমিশনারেটের সিপি এল এন মিনা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ।সেভ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা ও সামাজিক দূরত্ব মেনে চলুন এই বার্তা নিয়ে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়।এর পাশাপাশি একটি বাইক মিছিল ও করা হয় ।প্রত্যেকের মুখে সেভ ড্রাইভের মাস্ক ও প্লাকেট নিয়ে এই বাইক মিছিল করা হয়।
এই অনুষ্ঠানে সিপি এল এন মিনা জানান ‘সবাইকে অনুরোধ করবো হেলমেট পরে থাকুন হেলমেট পরে গাড়ি চালান আর হেলমেটের সাথে মাস্ক ও পরুন।এটা এখন খুব দরকার।সবাইকে কে বলবো প্রশাসনের সাথে সহযোগিতা করুন’।