‘সেরা মা’কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা, হবু শাশুড়িকে নিয়ে সেলিব্রেশনে ব্যস্ত তিয়াসা লেপচা

‘সেরা মা’কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা, হবু শাশুড়িকে নিয়ে সেলিব্রেশনে ব্যস্ত তিয়াসা লেপচা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – অভিনেত্রী তিয়াসা লেপচা তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের জন্য একাধিকবার শিরোনামে এসেছেন। ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’ ও ‘রোশনাই’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। এখন আবার তিয়াসা শিরোনামে এসেছেন হবু শাশুড়ির জন্মদিন উদযাপন করে।

সম্প্রতি অভিনেতা সোহেল দত্তের মায়ের জন্মদিন উপলক্ষে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে কেক কেটে তাঁকে ‘সেরা মা’ আখ্যা দেন তিয়াসা। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিয়াসা লেখেন, “আমার সবথেকে পছন্দের মানুষ, পৃথিবীর সেরা মা। শুভ জন্মদিন।” এই পোস্ট দেখে অনুরাগীরা বুঝে গেছেন, হবু শাশুড়ির সঙ্গে তিয়াসার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। যদিও তিয়াসা ও সোহেলের বিয়ে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে দু’জনেই একে অপরের সঙ্গে প্রায়শই সময় কাটাচ্ছেন।

তিয়াসার জীবনের আগে একটি অধ্যায় ছিল অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিয়ে ও ডিভোর্স। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন সোহেলের সঙ্গে নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। যদিও তাঁদের সম্পর্ক এক সময় ভাঙনের মুখে পড়েছিল, কিন্তু পরে সব অভিমান ভুলে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের।

বর্তমানে তিয়াসার হাতে নতুন কোনও ধারাবাহিক নেই, কারণ সম্প্রতি ‘রোশনাই’ সিরিয়ালটি শেষ হয়েছে। অন্যদিকে সোহেল এখন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন। কাজের চাপ সামলেও তিয়াসা ও সোহেল নিজেদের সম্পর্ককে সময় ও গুরুত্ব দিচ্ছেন, যা অনুরাগীদের নজর কেড়েছে। হবু শাশুড়ির জন্মদিন উদযাপন সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছে নেটপাড়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top