দিল্লী – সেলফি তোলার নাম করে কাছাকাছি এসে কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন করার চাঞ্চল্যকর ঘটনা ঘটল পাঞ্জাবে। ম্যাচ চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
সোমবারের এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাইকে করে ঘটনাস্থলে আসে। সেলফি তোলার অজুহাতে খুব কাছ থেকে রানার মুখ ও শরীরের উপরের অংশ লক্ষ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যেই গোটা মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই হত্যাকাণ্ডের দায় ইতিমধ্যেই স্বীকার করেছে কুখ্যাত বামবিহা গ্যাং। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তারা দাবি করেছে, রানা নাকি তাদের বিরোধী জগ্গু ভগবানপুরিয়া ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করছিলেন। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি গ্যাংয়ের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই কবাডি টুর্নামেন্টে একজন বিখ্যাত পাঞ্জাবি গায়কের গান গাওয়ার কথা ছিল। তাঁকেই লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল কি না, সেই দিকটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।




















