উত্তর 24 পরগণা – স্বরূপনগরের সীমান্তবর্তী সোনাই নদীতে ফের একবার ধরা পড়ল কুমিরের বাচ্চা, যা ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে একদল মৎস্যজীবীর জালে উঠে আসে ওই কুমিরছানা। ঘটনাটি সুন্দরবনের থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সোনাই নদীতে ঘটেছে, যেখানে সাধারণত জোয়ার-ভাটার প্রভাব থাকে না এবং শতাব্দীর পর শতাব্দী ধরে কুমিরের অস্তিত্বের কোনও প্রমাণ ছিল না।
স্থানীয়রা জানাচ্ছেন, এর আগে কখনও এই নদীতে কুমির দেখা যায়নি, অথচ পরপর দুদিন ধরে মৎস্যজীবীদের জালে উঠছে কুমিরের বাচ্চা। হঠাৎ করে কুমিরের ছানা কোথা থেকে এল, তা নিয়েই ধন্দে পড়েছেন সবাই। কেউ কেউ আশঙ্কা করছেন, হয়তো আশেপাশের কোনো জলাশয় থেকে এসে পড়েছে, আবার কেউ মনে করছেন কোনোভাবে সুন্দরবনের দিক থেকে ভেসে এসেছে।
প্রাকৃতিক পরিবেশে এত বড় এক পরিবর্তন ও বিরল ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন বা কোনো প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণেই হয়তো কুমিরের বিচরণ এলাকা পরিবর্তন হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য বন দফতরের হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছেন গ্রামবাসীরা।
