সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি। জালিয়াতি মামলায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। , দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লাখ টাকা নেন সোনাক্ষী। তবে ওই অনুষ্ঠানে যোগ দেননি তিনি। এমনকি বারবার আর্জি জানানোর পরও ওই টাকা ফেরত দেননি সোনাক্ষী। এমন অভিযোগ এনে প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক মোরাদাবাদের কাটঘরের বাসিন্দা প্রমোদ শর্মা।
প্রমোদ শর্মার দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল নায়িকার। সে জন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি সোনাক্ষী। অভিযোগে প্রমোদ আরও জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেওয়া হবে না। প্রতারণার মামলা দায়েরের পর একবার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করেছেন সোনাক্ষী। কিন্তু তার পর থেকে তিনি টানা অনুপস্থিত । মামলার প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আর ও পড়ুন নতুন করে গজিয়ে ওঠা মদের ঠেক ভেঙে দিলো পুলিশ
তবে এই মামলাটি ৩ বছর আগে কার (২০১৮)এই মামলায় সোনাক্ষীর ক্রমাগত অনুপস্থিতির কারণে, এখন জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। প্রমোদ শর্মা ২০১৮ সালে কাটঘর থানায় সোনাক্ষী সিনহা সহ পাঁচজনের বিরুদ্ধে জালিয়াতি করে ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। আদালত পুলিশকে সোনাক্ষী সিনহাকে গ্রেফতার করে ২৫ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, সালমান খান ও সোনাক্ষী সিনহার বিয়ের ছবি ভাইরাল হতেই বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছেন সোনাক্ষী। সেই ছবি দেখে মনে হচ্ছে সালমান খানের সঙ্গে বিয়ে করছেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে, সোনাক্ষীও এ নিয়ে কড়া জবাব দেন। তবে এবার আর্থিক প্রতারণায় নাম উঠেছে এই বলি অভিনেত্রীর।উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি আদালত সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু করা হয়েছে।