দক্ষিণ ২৪ পরগনা- ভয়াবহ ঘটনা ঘটল সোনারপুরে কালীপুজোর রাতে। উচ্চস্বরে মাইক বাজাতে অস্বীকার করায় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত যুবকের নাম সনাতন নস্কর, তিনি কুস্তিয়া এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ দু’জন অভিযুক্তকে আটক করেছে।
জানা গেছে, সনাতনদের বাড়িতে কালীপুজো হচ্ছিল, আর সেই কারণে তিনিই বক্স বাজাচ্ছিলেন। কিন্তু তাঁর পাশের বাড়িতে এক হার্টের রোগী থাকেন। উচ্চস্বরে বক্স বাজানোয় তিনি অসুস্থ বোধ করছিলেন। প্রতিবেশীদের অনুরোধে সনাতন রাতে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি ফিরে যান।
ঠিক সেই সময় প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী সনাতনদের বাড়িতে গিয়ে পুজো মণ্ডপে আবার বক্স বাজানোর জন্য চাপ দেন। কিন্তু সনাতন রাজি না হওয়ায় তাদের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, প্রথমে সনাতনের মা ও ভাইকে মারধর করা হয়। পরে সনাতন প্রতিবাদ জানাতে গেলে পিন্টু ছুরি দিয়ে তাঁর শরীরে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পিন্টু ও তাঁর স্ত্রী পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের দাবি, এই ঘটনায় পিন্টুর আরও দুই আত্মীয়ও জড়িত। খবর পেয়ে গভীর রাতে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে ও ফরেনসিক নমুনা সংগ্রহ করে। দুজনকে আটক করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।
