দক্ষিণ২৪পরগণা:- সোনারপুরে বেনেচাঁদনিতে ভিডিও কল করে স্ত্রীকে দেখিয়ে আত্মহত্যা করল এক যুবক। লকডাউনে কাজ হারিয়ে ঋনের টাকা শোধ করতে না পারায় এই ঘটনা বলে দাবি পরিবারের। সোমবার বাড়ি থেকে বের হয়।

দুপুরবেলা বন্ধুকে ভিডিও কল করে। স্ত্রীকে সেই ভিডিও কলে দেখায় যে সে আত্মহত্যা করছে। ভিডিও কলে আত্মহত্যার ঘটনা দেখলেও জায়গা চিনতে পারেনি তার পরিবার। ঘটনার পর থেকে আর তাকে ফোনেও পাওয়া যায়নি। সোমবারই থানাতে নিখোঁজের অভিযোগ দায়ের করে লোকজন। আজ সকালে বাড়ি থেকে কিছু দূরে বেনেচাঁদনি বাইপাস এলাকায় একটি বাগানের ভেতর থেকে তার পচগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের লোক দেহ উদ্ধার করে।