প্রকাশ্য রাস্তা থেকে মহিলার সোনারহার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত । এগরা কুদি রাজ্য সড়কে পথচলতি মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেফতার হল দুই অভিযুক্ত। বুধবার রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ এগরা শহর থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় অভিযুক্তরা মান্দারমনি উপকুল থানার কালিন্দী এলাকায় সেক ইসমাইল আলি ও আনোয়ার আলি খাঁন। বৃহস্পতিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ য়ুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন – নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
সূএের খবর, গত কয়েকদিন আগে এগরা কুদি রাজ্য সড়কের কাশিমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পথচলতি মহিলার প্রকাশ্য রাস্তা থেকে সোনারহার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ওই মহিলার চিৎকার করলে স্থানীয়রা ছুঁটে এলেও সেখান থেকে চম্পট দেয় ছিনতাইকারীরা। এরপর মহিলার স্বামী সুবল চন্দ্র গিরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।চুরি যাওয়ার মহিলা সোনার হার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানাগেছে।
অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়। বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এগরা থানার তদন্তকারী পুলিশ অফিসার বলেন ” অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে “।